পোর্ট সিটি ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগ এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের উদ্যোগে ‘বিজনেস ফর স্মার্ট বাংলাদেশ এবং ভিশন ২০৪১’ শীর্ষক প্রদর্শনী গত ২৭ মার্চ অনুষ্ঠিত হয়।
ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ফারজানা আমিনের সভাপতিত্বে প্রদর্শনীতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. নূরল আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. গণেশ চন্দ্র রায়, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মফজল আহমদ, ব্যবসায় অধ্যয়ন অনুষদের ডিন প্রফেসর ড. মো. ফসিউল আলম। এ প্রদর্শনীতে বাংলাদেশকে স্মার্ট করার প্রত্যয়ে ১০টি টিম অভিনব ব্যবসায় ধারণাকে তুলে ধরে। এর মধ্যে তিনটি টিমকে চ্যাম্পিয়ন, রানার আপ ও ২য় রানার আপ হিসেবে নির্বাচন করা হয় এবং তাদেরকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
প্রদর্শনী শেষে ব্যবসায় অধ্যয়ন অনুষদের ডিন প্রফেসর ড. মো. ফসিউল আলম বলেন, একাডেমিক পড়াশুনার পাশাপাশি শিক্ষা সহায়ক কার্যক্রম ছাত্র–ছাত্রীদের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. গণেশ চন্দ্র রায় এবং রেজিস্ট্রার মো.ওবায়দুর রহমান। উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক মো. সেলিম হোসেন, অধ্যাপক মো. মাহফুজুর রহমান, ড. রাজিব চক্রবর্তী, মো. মুসা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












