নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমানো, সর্বজনীন রেশনিং চালু, নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচন, শিক্ষা–চিকিৎসা নিয়ে ব্যবসা বন্ধ করাসহ ৫ দফা দাবিতে বাসদ (মার্কসবাদী) জেলা শাখার উদ্যোগে নগরীর ২ নং গেইট মোড়ে গতকাল বুধবার গণস্বাক্ষর সংগ্রহ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাসদ (মার্কসবাদী) জেলা সদস্যসচিব শফি উদ্দিন কবির আবিদের সভাপতিত্বে ও দীপা মজুমদারের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন, ইন্দ্রানী ভট্টাচার্য সোমা, আসমা আক্তার, জাহেদুন্নবী কনক, রিপা মজুমদার, আবদুল্লাহ জাওয়াদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।