কাজেম আলী স্কুলে ৭ম শ্রেণিতে আহরণের শৃঙ্খলা ক্লাস

| বৃহস্পতিবার , ৩০ মার্চ, ২০২৩ at ৬:১১ পূর্বাহ্ণ

কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজের ৭ম শ্রেণীতে আহরণের উদ্বোধনী শৃঙ্খলা ক্লাস গত ১৯ মার্চ শিক্ষক সৈয়দ মো. মুছা, শওকত হোসাইন, মো. শমসের আলী ও জাওয়াদুল করিমের সহায়তায় অনুষ্ঠিত হয়। ক্লাসে পরিচালক ছিলেন আহরণ উদ্যোক্তা চৌধুরী আহসানুল করিম। ক্লাসগুলোতে তিনটি শর্ত হলো সর্বাত্মক নীরবতা মেনে চলা, কোনো কথা মনে এলে হাত তুলে অপেক্ষা করা এবং আহরণ উদ্যোক্তার নির্দেশনা পেলে দাঁড়িয়ে বক্তব্য উপস্থাপন করা। ক্লাসগুলোতে আহরণ শব্দের সমার্থক কি কি শব্দ হতে পারে সেটা ব্রেননেট প্রক্রিয়ায় আহরণ করার উদ্যোগ নেওয়া হয়। যেমন আহরণ মানে সংগ্রহ করা, সঞ্চয় করা, সংরক্ষণ করা, গ্রহণ করা, খোঁজ করা, জমানো, অনুসন্ধান করা, অর্জন করা, একত্র করা, আয়ত্ত করা, ভোগ করা, তুলে নেওয়া ইত্যাদি।

আমাদের শিক্ষক কে? প্রশ্নের জবাবে শিক্ষার্থীরা বলে, কাজ আমাদের শিক্ষক। কারণ যে কাজ করে না সে কিছুই শেখে না। অন্য একজন বলল, ভুল করা হলো আমাদের শিক্ষক। কারণ ভুল থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। আমাদের আরো শিক্ষক হলো প্রকৃতি ও পরিবেশ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে তদারকির আহ্বান
পরবর্তী নিবন্ধভালো কোম্পানি ‘ঘুমিয়ে’, পুঁজিবাজারে ‘দুর্বলের’ লাফ