পার্কিং চার্জের জটিলতা নিষ্পত্তি করতে মেয়রকে হাই কোর্টের নির্দেশ

পটিয়া পৌরসভা

পটিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩০ মার্চ, ২০২৩ at ৬:০৮ পূর্বাহ্ণ

পৌরসভার পার্কিং চার্জ ইজারা নিলামের মেয়াদ বাড়ানো সংক্রান্তে ইজারাদারের পক্ষে আবেদনকারী মফজল আহমদের আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য পটিয়া পৌর মেয়রকে নির্দেশ দিয়েছেন হাই কোর্ট। গত ২৬ ফেব্রুয়ারি হাই কোর্টে মফজল আহমদ দায়েরকৃত রিট পিটিশন নং ২৮৮৭ এর নিষ্পত্তি করতে বিচারপতি কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে যৌথ বেঞ্চ এ আদেশ দেন। এছাড়া আদেশের কপি প্রাপ্তির এক মাসের মধ্যে বাদীর আবেদন দ্রুত নিষ্পত্তি করে হাই কোর্টকে অবহিত করতেও বলা হয়।

বাদী মফজল আহমদের আবেদন সূত্রে জানা যায়, ১৪২৯ বাংলায় ইজারা নিলামের দরপত্র মূলে ২০২২ সালের ২০ মার্চ পৌরসভার আবদুল মান্নান নামের জনৈক ব্যক্তি পটিয়া পৌর পার্কিং চার্জের ইজারা পান। আবদুল মন্নানের সাথে মফজল আহমদ সহ কয়েকজনের অংশীদারীত্ব রয়েছে।

এরমধ্যে পার্কিং চার্জ নিয়ে ইজারাদার ও গাড়ি চালকদের মধ্যে বিরোধের সৃষ্টি হলে নিলাম অবৈধতার অভিযোগ এনে পৌর মেয়র এক মাস ইজারা চার্জ আদায় কার্যক্রম বন্ধ রাখেন।

এদিকে এই বিরোধ নিয়ে গত ৩০ জানুয়ারি তুচ্ছ ঘটনায় ইজারাদার আবদুল মান্নান খুন হন। এতে ইজারাদার সহ তার অংশীদারেরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় গত ২৬ ফেব্রুয়ারি ইজারাদারের অংশীদার মফজল আহমদ পৌর মেয়র বরাবরে ইজারার মেয়াদ বৃদ্ধির আবেদন করেন। কিন্তু মেয়র কোনও ব্যবস্থা নেননি। পরে ইজারাদারের পক্ষে বাদী হাই কোর্টে রিট পিটিশন দায়ের করেন।

জানতে চাইলে পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল বলেন, আমরা হাই কোর্টের নির্দেশনা পেয়েছি। প্রকৃতপক্ষে ইজারাদারগণের সাথে পৌরসভার চুক্তি ছিল গাড়ি প্রতি ৫ টাকা পার্কিং চার্জ নেওয়ার। কিন্তু তারা ১০ টাকা নেওয়ায় গাড়ি চালকরা ক্ষুব্ধ হন। পরে এ নিয়ে পৌরসভায় তারা আবেদন করলে আমরা ৫ টাকার অতিরিক্ত চার্জ গ্রহণ না করতে অনুরোধ করি। এ বিষয়ে মহামান্য হাই কোর্টের নির্দেশনা প্রতিপালন করা হবে।

পূর্ববর্তী নিবন্ধসাংবাদিকের বিরুদ্ধে যুবলীগ নেতার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
পরবর্তী নিবন্ধনিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে তদারকির আহ্বান