বাঁশখালী‌তে ২০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৫

বাঁশখালী প্রতি‌নি‌ধি | বুধবার , ২৯ মার্চ, ২০২৩ at ১০:০৮ অপরাহ্ণ

চট্টগ্রা‌মের বাঁশখালী থানা পু‌লিশ অ‌ভিযান চা‌লি‌য়ে ২০ হাজার পিস ইয়াবা সহ ৫ জন‌কে গ্রেফতার ক‌রে‌ছে।

আজ বুধবার (২৯ মার্চ) দুপু‌রে বাঁশখালী থানা পু‌লিশ জানায়, ইয়াবা পাচা‌রের অ‌ভি‌যোগ পে‌য়ে থানা পু‌লি‌শের এসআই মো. রফিকুল ইসলাম, সঙ্গীয় পু‌লিশ সদস‌্য জানিবুল, কামরুজ্জামান, মাহন, নাজমুন নাহার বাঁশখালীর পুঁইছড়ি ইউপিস্থ প্রেম বাজার হতে ৭০০ গজ দক্ষিণে ফুটখালী ব্রিজের পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করেন।

সকা‌লে একটি সিএনজিচালিত অটোরিকশা চেকপোস্টের নিকটবর্তী হলে অটোরিকশাটি তল্লাশি করে কক্সবাজার জেলার টেকনা‌ফের সাফরান কোরাচী পাড়ার
দিল মোহাম্মদের স্ত্রী সেলিনা আক্তার (২৭), হাবিব চরার আবুল হোসেনের বাড়ি এলাকার আবুল হোসেনের পুত্র আব্দুল হামিদ প্রকাশ আব্দুল (৪০), মাদারীপুর সদরের পৌরসভা ৪নং ওয়ার্ডের বাজিতপুর এ‌লাকার সিরাজ মোল্লার পুত্র সমরাজ মোল্লা(৫২)কে ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার গ্রেপ্তার করা হয়।

অপরদিকে, বুধবার সন্ধ্যায় একই স্থানে থানা পুলিশের এসআই মং থোয়াই হ্লা চাক সঙ্গীয় ফোর্সসহ পৃথক অভিযানে ১০ হাজার পিস ইয়াবা সহ উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্প এলাকার মো. নাজিরের পুত্র রমজান মোবারক (২৪) এবং দক্ষিণ তুতুরবিল রাজাপালং ইউপি’র জাফর আলমের পুত্র মো. সাহাবুদ্দিন(২৮)কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আজ বুধবার বাঁশখালী থানায় মামলা রুজু করা হয়।

এ ব্যাপারে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, “থানা গোপন সংবাদের ভিত্তিতে সকালে ও সন্ধ্যায় ২০ হাজার পিস ইয়াবাসহ ৫ জনকে গ্রেফতার করে। পুলিশের আইনশৃংখলা ও মাদকদ্রব্য ব্যবহার রোধে এ অভিযান অব্যাহত থাকবে।”

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় পানভর্তি ব্যাগে এলজি-কার্তুজ, গ্রেফতার ১
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় শঙ্খ নদীতে বালুবাহী নৌকা ডুবে শ্রমিক নিখোঁজ