১৭ এপ্রিল শুরু হচ্ছে চা নিলাম বর্ষ

চট্টগ্রাম ও শ্রীমঙ্গলে ৬৯টি নিলাম হবে

| মঙ্গলবার , ২৮ মার্চ, ২০২৩ at ১০:৫১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম চা নিলাম কেন্দ্রে নিলাম আগামী ১৭ এপ্রিল অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০২৩২৪ নিলাম বর্ষের প্রথম চা নিলাম শুরু হবে। দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্র শ্রীমঙ্গলে প্রথম নিলাম হবে ২৬ এপ্রিল। ২০২৩২৪ নিলাম বর্ষে চট্টগ্রামে ৪৬টি এবং শ্রীমঙ্গলে ২৩টি নিলাম অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার চা বোর্ড সভাকক্ষে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে টি সেলস কোঅর্ডিনেশন কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় চা বোর্ডের চেয়ারম্যান বলেন, চা বোর্ড কর্তৃক গৃহীত নানা উদ্যোগ বাস্তবায়ন এবং চা শিল্পের অংশীজনদের আন্তরিক প্রচেষ্টার ফলে গত নিলাম বর্ষে দেশে চা উৎপাদন ও নিলাম কার্যক্রম স্বাভাবিক ছিল। ২০২৩২৪ নিলাম বর্ষেও নিলাম কার্যক্রম ও চায়ের বাজার স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় বোর্ডের সদস্য (অর্থ ও বাণিজ্য) মোহাম্মদ নূরুল্লাহ নূরী, উপপরিচালক (বাণিজ্য) মুহাম্মদ মদহুল কবির চৌধুরী, বিপণন কর্মকর্তা আহসান হাবিব, সহকারী পরিচালক (বাণিজ্য) মোহাম্মদ আব্দুল্লাহ আল বোরহান, টি ট্রেডার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (টিটিএবি) চেয়ারম্যান শাহ মঈনুদ্দিন হাসানসহ টিটিএবি, বিসিএস এবং টিপিটিএবির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখাজা আবদুল হাকিম শাহ মাইজভাণ্ডারীর (র.) ২৮ তম চন্দ্রবার্ষিকী ওরশ পালন
পরবর্তী নিবন্ধচসিকের স্বাস্থ্য বিভাগকে ঢেলে সাজাতে চান মেয়র