গ্রাহকদের সমস্যা এবং অভাব অভিযোগের সুরাহার আশ্বাস দিয়েছে মোহরা বিদ্যুৎ বিভাগ। একই সাথে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারকারী, ব্যাটারি রিঙার অবৈধ চার্জিং স্টেশন শনাক্তকরণসহ অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে জনসচেতনতা সৃষ্টির উপর গুরুত্ব আরোপ করা হয়। গতকাল মোহরা বিদ্যুৎ বিভাগ প্রাঙ্গণে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জনসাধারণের সাথে বিদ্যুৎ বিভাগের সমন্বয় করার আহ্বান জানানো হয়।
মোহরা বিউবোর নির্বাহী প্রকৌশলী ফয়জুল আলীম আলোর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ১৪নং পূর্ব শিকারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল খালেক ও ১৫নং বুড়িশ্চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহেদ হোসাইন সংশ্লিষ্ট ইউপি সদস্য এবং বিদ্যুৎ গ্রাহকদের নিয়ে বৈঠকে যোগ দেন। এসময় বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় জনপ্রতিনিধিরা তাদের স্ব–স্ব এলাকার বিদ্যুৎ ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট বলে উল্লেখ করে বিদ্যুৎ বিভাগের সাথে সমন্বয়পূর্বক কাজ করার প্রতিশ্রুতি দেন। সভায় নির্বাহী প্রকৌশলী ফয়জুল আলীম আলো স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিদ্যুৎ বিভাগ নিরন্তর কাজ করছে বলে উল্লেখ করেন। তিনি মোহরা বিদ্যুৎ বিভাগের নিয়ন্ত্রাণাধীন এলাকায় চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প সম্পর্কে আলোকপাত করেন।