ক্যারিয়ারের পড়ন্ত বেলায় আছেন। রান–আপটাও খুব একটা লম্বা নয়। চার–পাঁচ কদম দৌড়ে মাশরাফি বিন মর্তুজার বোলিংয়েই গুড়িয়ে গেল মোহামেডান স্পোর্টিং ক্লাব। এই পেসার নিলেন পাঁচ উইকেট, গড়লেন রেকর্ডও। লিস্ট–এ ক্রিকেটে সবচেয়ে বেশি বয়সী ফাইফার নেওয়া বোলার এখন তিনি। বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। শুরুতে ব্যাট করতে নেমে মাশরাফির বোলিং তোপে ৮০ রানে অলআউট হয়ে যায় মোহামেডান। জবাব দিতে নেমে কোনো উইকেট না হারিয়ে কেবল ৮ ওভার ২ বলেই জয় তুলে নেয় রূপগঞ্জ।
নিজের তৃতীয় ওভারে এসে মাশরাফি নিজের প্রথম শিকার করেন। মোহামেডানের অধিনায়ক ইমরুল কায়েসকে বোল্ড করেন তিনি। এরপর অনুষ্ঠুপ মজুমদার, শুভাগত হোম, এনামুল হক জুনিয়রের উইকেট নেন। মাশরাফি নিজের ফাইফার পূরণ করেন সৈয়দ খালেদ আহমেদকে বোল্ড করে। এই ম্যাচেই লিস্ট– ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে বেশি বয়সে ৫ উইকেট শিকারের রেকর্ড গড়েছেন মাশরাফি। ৩৯ বছর ১৭৩ দিন বয়সে এই রেকর্ড গড়েন তিনি। এদিনই প্রথম বাংলাদেশি বোলার হিসেবে লিস্ট–এ তে ৪৫০ উইকেট নেওয়ার কীর্তি গড়েন ম্যাশ। আগের রেকর্ড ছিল মোহাম্মদ আশরাফুলের, ৩৭ বছর ২৫৮ দিন। লিস্ট ‘এ‘ ক্রিকেটে সপ্তম ৫ উইকেট হয়ে গেল মাশরাফির।