মূল্য তালিকায় দাম ৮শ টাকা, নেয়া হচ্ছিল সাড়ে ৯শ টাকা

অভিযানে দোকান ফেলে পালালেন গরুর মাংস বিক্রেতা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৮ মার্চ, ২০২৩ at ৫:৩৮ পূর্বাহ্ণ

নগরীর হালিশহর এলাকার ফইল্লাতলী বাজারে মূল্য তালিকায় প্রতিকেজি গরুর মাংসের দাম লেখা ৮০০ টাকা। কিন্তু ক্রেতার কাছ থেকে নেওয়া হচ্ছিলো সাড়ে ৯শ টাকা। ক্রেতাদের কাছ থেকে এমন অভিযোগ পেয়ে ওই মাংসের দোকানে অভিযানে যান জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। ভোক্তা অধিকারের অভিযানের খবর পেয়ে তার আগেই দোকান বন্ধ করে পালিয়ে যান মাংস বিক্রেতা। গতকাল সোমবার নগরীর হালিশহর এলাকার ফইল্লাতলী বাজারে এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক নাসরিন আক্তার ও মো. আনিছুর রহমান।

এই ব্যাপারে চট্টগ্রাম জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ সহাকরী পরিচালক আনিছুর রহমান বলেন, রমজানকে কেন্দ্র আমাদের বাজার মনিটারিং অব্যাহত আছে। নগরীর বিভিন্ন বাজারে টাঙানো মূল্য তালিকার চেয়ে ক্রেতাদের থেকে বেশি আদায় করা হচ্ছে। ইচ্ছামতো দাম নিয়ন্ত্রণ করছে ব্যবসায়ীরা। আমরা বাজার মনিটরিংয়ে আসলে দাম কম রাখা হয়, আবার চলে গেলে বেড়ে যায় মাংসসহ অন্যান্য পণ্যের দাম। এমন অভিযোগের ভিত্তিতে হালিশহর ফইল্লাতলী বাজারে গরুর মাংসের দোকানে অািভযান চালাতে গেলে বিক্রেতা আগেই পালিয়ে যায়। মূল্য তালিকা না টানানো ও ওজনে কারচুপির কারণে মুদিসহ ৪ টি দোকানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধস্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীকে বাইডেনের শুভেচ্ছা বার্তা
পরবর্তী নিবন্ধআওয়ামী লীগের নোমানসহ ৬ জনের মনোনয়নপত্র জমা