বাঁশখালীতে পরিবারের অগোচরে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

বাঁশখালী প্রতিনিধি | সোমবার , ২৭ মার্চ, ২০২৩ at ৪:২৭ অপরাহ্ণ

চট্টগ্রা‌মের বাঁশখালীর গণ্ডামারায় পুকুরে ডুবে ফারিহা (২) নামে এক শিশুর মৃত্যু ঘটেছে। আজ সোমবার (২৭ মার্চ) দুপু‌রে উপজেলার গণ্ডামারা ইউনিয়নের চৌধুরী পাড়ার ২ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

ফারিহা গণ্ডামারার চৌধুরী এলাকার মো. আবছারের কন্যা।

তার প‌রিবা‌রের সদস‌্যরা জানান, শিশু ফারিহা বাড়ির সদস্যদের অগোচরে পাশের পুকুরে পড়ে যায়। মা তার বাচ্চাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির পর বাড়ির পাশের পুকুরে শিশু ফারিহার মরদেহ ভাসতে দেখে। সেখান থেকে তাকে উদ্ধার করে শীলকূপ টাইম বাজা‌রে অব‌স্থিত একটা বেসরকা‌রি ক্লিনিকে নিয়ে যাওয়া হলে সেখা‌নে কর্তব‌্যরত ডা. আব্দুল্লাহ আল রাকিব শিশুটিকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে বড়শিতে ২৫ কেজির কোরাল মাছ
পরবর্তী নিবন্ধদুইশ পেরোল বাংলাদেশ, বৃষ্টিতে খেলা বন্ধ