ফটিকছড়িতে প্রবাসী হত্যায় গ্রেফতার ২

ফটিকছড়ি প্রতিনিধি | সোমবার , ২৭ মার্চ, ২০২৩ at ৯:১১ অপরাহ্ণ

ভুজপুরে তারাবি নামাজ পড়ে বাড়ি যাওয়ার পথে মোটরসাইকেলের গতিরোধ করে মাসুদ মির্জা (৪১) নামে এক প্রবাসীকে কুপিয়ে হত্যার ঘটনায় পুলিশ শামিম ও দেলোয়ার হোসেন নামে দুইজনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে।

স্থানীয় সূত্র জানায়, নিহত মাসুদ মির্জা ওই এলাকার সাবেক সেনা সদস্য মরহুম সাইদুর রহমানের ছেলে এবং দাঁতমারা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান বাবুর বড় ভাই। তার এক পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে।

এ ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে নিহতের ছোট ভাই মাহফুজুর রহমান। এজাহারভুক্ত আসামীরা হলো মো.শামিম, মো.দেলোয়ার হোসেন, আকতার হোসেন, জাহাঙ্গীর হোসেন, ডা. আনোয়ার হোসেন ও মো.রফিক।

সূত্র জানায়, গত শনিবার (২৫ মার্চ) বালুটিলা মসজিদ থেকে খতম তারাবি আদায় করে ১০টার দিকে মোটরসাইকেল চালিয়ে একা বাড়ি ফিরছিলেন মাসুদ মির্জা। মামলার ৩নং আসামী ব্যবসায়ী আকতারের দোকানের সামনে গেলে ৫-৬ জন সন্ত্রাসী তার গতিরোধ করে তাকে একাধিক ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ২০২১ সালে স্থানীয় ইউপি নির্বাচনে পক্ষপাতিত্বের সম্পৃক্ততা থাকতে পারে বলে জানা গেছে।

ঘটনার সত্যতা স্বীকার করে স্থানীয় ইউপি সদস্য ইউছুফ আলী বলেন, “আমাদের নির্বাচন হয়েছে দেড় বছর আগে। নিহত মাসুদ আমার এবং চেয়ারম্যানের সমর্থক ছিল। আকতারের সাথে আমার বিরোধ থাকতে পারে। তবে মাসুদের সাথে না। স্থানীয় বিক্ষুব্ধ জনতা সাথে সাথে আকতার হোসেনসহ কয়েকজনের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে।”

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন ফারুকী বলেন, “নিহত মাসুদের ছোট ভাই মাহফুজ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলার এজাহারভুক্ত দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারের জন্য পুলিশ কাজ করছে।”

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় উপজেলা প্রশাসনের সংবর্ধনা বর্জন মুক্তিযোদ্ধাদের
পরবর্তী নিবন্ধঢাকা থেকে ‘অপহৃত’ তরুণী কক্সবাজার থেকে উদ্ধার