চট্টগ্রাম জেলার ফৌজদার হাট এলাকায় জেলা ট্রাফিকের উদ্যোগে গতকাল শনিবার বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) এসএম ওয়াসিমের নেতৃত্বে অভিযানে ১৭টি গাড়ি আটকের পাশাপাশি ৫৩ মামলায় প্রায় সাড়ে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার এসএম ওয়াসিম বলেন, সম্প্রতি চট্টগ্রাম জেলায় রেজিস্ট্রেশন, ফিটনেসবিহীন গাড়ি, বিভিন্ন ব্যানারে টোকেন বাণিজ্য ও অবৈধ গাড়ির ব্যবহার বেড়ে যাওয়ায় ট্রাফিক বিভাগের এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন টিআই আব্দুল্লাহ আল মামুন, তোফায়েল আহমেদ, হাবিব হাসান, শহিদুল্লাহ ইসলাম, সড়ক পরিবহন মালিক সমিতি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. আবদুল মান্নান, চট্টগ্রাম প্রাইম মুভার শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম খান, চট্টগ্রাম হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, চট্টগ্রাম জেলা ট্রাক কাভার্ডভ্যান এন্ড মিনি ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক কে এম মহিউদ্দীন প্রমুখ।