সাতচল্লিশ থেকে দেখছি শিখছি,
বায়ান্ন দিয়েছে ইঙ্গিত।
নাড়িয়ে চাড়িয়ে জাঁকিয়ে গাইতে হবে,
এদেশেরই জাতীয় সঙ্গীত।
রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো,
তবু ও এদেশটাকে পরাধীনতা থেকে,
মুক্ত স্বাধীন করবো।
এ প্রতিজ্ঞা তখন থেকে বঙ্গবন্ধুর ছিল,
তার সাথে এ বাংলার মানুষ
নির্দ্বিধায় যুক্ত হয়েছিল।
মুক্ত করতে স্বদেশ, কারো কার্পণ্য ছিল না,
হাতে গোনা পাঁচ ছিল বিরোধী
তারা নয় দেশের আপনজনা।
বায়ান্ন থেকে রক্ত ঝরা শুরু একাত্তরে শেষ হলো,
ভাষা আন্দোলন প্রত্যয় গড়েছিল,
স্বাধীনতা ফিরে এলো।