হাটহাজারীতে নিখোঁজের ১০ দিন পর আবু তৈয়ব (২৩) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।
আজ শনিবার (২৫ মার্চ) পৌরসভার মোহাম্মদপুর এলাকার হালদা প্যারালাল খাল সংলগ্ন জঙ্গলের একটি গাছের ডাল থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আবু তৈয়ব পৌরসভার ৯ নং ওয়ার্ডের দায় চাঁন চৌধুরী বাড়ির শাহ আলমের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ মার্চ সকালে বাড়ি থেকে পৌরসদরের একটি দোকানে তার কর্মস্থলে যাওয়ার জন্য বের হন তিনি। পরে রাতে বাড়িতে ফিরে না আসায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পর তাকে পাওয়া না গেলে হাটহাজারী মডেল থানায় পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ করা হয়।
নিখোঁজের ১০ দিন পর আজ শনিবার সকাল দশটার দিকে হালদা প্যারালাল খালের পাড়ে নির্জন স্থানে একটি গাছে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
পৌরসভার মোহাম্মদপুর এলাকার পৌর সহায়ক কমিটির সদস্য তফাজ্জল হোসেন ফোরকান স্হানীয়দের উদ্বৃৃতি দিয়ে জানান, ছেলেটি মানসিক ভারসাম্যহীন ছিল।
হাটহাজারী থানার ওসি (তদন্ত) মো. নূরুল আলম মরদেহ উদ্ধারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান।
ময়নাতদন্তের পর এ ব্যাপারে তদন্তপূর্বক আইনী ব্যবস্হা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।