সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ–সম্পাদক মো. নাছির উদ্দিন অনিকের ছোট ভাই মোহাম্মদ সাহাবউদ্দিন (৪৮) গতকাল শুক্রবার দুপুরে চট্টগ্রাম একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে… রাজেউন)। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ২ মেয়ে ও স্ত্রী রেখে যান। গতকাল বাদ মাগরিব সীতাকুণ্ড পৌরসদরের ইদুলপুর এলাকায় ইদুলপুর জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। সাহাউদ্দিনের মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভুঁইয়া, পৌর মেয়র বদিউল আলম, কাউন্সিলর মফিজুর রহমান, সীতাকুণ্ড প্রেসক্লাব নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন শোক প্রকাশ করে।