রাঙ্গুনিয়া উপজেলার হরিহর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়–নবীণবরণ, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং কৃতী শিক্ষার্থী ও দাতা সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান গত বৃহস্পতিবার বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি অর্পণ কুমার ধরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. বিপ্লব গাঙ্গুলী। প্রধান বক্তা ছিলেন পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি। সংবর্ধিত অতিথি ছিলেন কল্যাণ চৌধুরী, আশীষ কুমার ধর, বিদ্যাসাগর ধর, মোহাম্মদ হোসেন ও শ্রীকান্ত দাশ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতাষ শীল। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিধান চন্দ্র বড়ুয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মৌলানা আবুল হামিদ, দাতা প্রতিনিধি রিটন কান্তি ধর, পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ নুরুল হামিদ, সুমন প্রিয় বড়ুয়া, বিনা বড়ুয়া, সিনিয়র শিক্ষক মো. ইব্রাহিম খলিল, মোহাম্মদ নাছের উদ্দিন, পারভীন আকতার, সম্বল বড়ুয়া, ফনী ভূষণ বড়ুয়া, মো. সেলিম উদ্দিন, মো. রমজান আলী, সত্যজিৎ দাশ, সজল বড়ুয়া, তাপস সিংহ, পূর্ণিমা বড়ুয়া, সঞ্জয় সরকার, প্রণব ধর, তারেক উদ্দিন রানা, প্রিয়তোষ দে, মোহাম্মদ ছাবের, মো. কাসেম, প্রকাশ কান্তি দে প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।