সিসিএল ইন্ডিপেনডেন্স স্পোর্টস কার্নিভ্যালে দাবা ও বিলিয়ার্ড ফাইনাল সম্পন্ন

| শুক্রবার , ২৪ মার্চ, ২০২৩ at ৭:০৫ পূর্বাহ্ণ

চিটাগাং ক্লাব লিঃ আয়োজিত সিসিএল ইন্ডিপেনডেন্স কাপ স্পোর্টস কার্নিভ্যালের দাবা প্রতিযোগিতা ও বিলিয়ার্ড ফাইনাল খেলা গত ২২ মার্চ বুধবার রাতে সম্পন্ন হয়েছে। বিলিয়ার্ড ফাইনাল খেলায় মঞ্জুরুল আলম পারভেজকে ৩১ ফ্রেমে হারিয়ে ওয়াসেফ হোসেন খালেদ চ্যাম্পিয়নশিপ অর্জন করেন। এই সময় উপস্থিত ছিলেন চিটাগাং ক্লাব ভাইস চেয়ারম্যান এবং স্নুকার বিভাগের মেম্বার ইনচার্জ জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), টুর্নামেন্ট সমন্বয়কারী নুর উদ্দিন জাবেদসহ বিপুল সংখ্যক ক্রীড়ামোদি ক্লাব মেম্বার।

 

দাবা প্রতিযেগিতায় মেম্বার্স গ্রুপে চ্যাম্পিয়ন হন মো. রশিদ মজিদ ধানিয়া এবং প্রথম ও দ্বিতীয় রানার্স আপ হন মো. ই্‌্‌্‌্‌্‌্‌্‌্‌উসুফ হোসেন এবং ক্যাপ্টেন কাদের মাহমুদ চৌথুরী। মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হন শায়লা মাহমুদ এবং প্রথম ও দ্বিতীয় রানার্স আপ হন ফারহানা মাহমুদ ও কুদসি আরা কালাম। মেম্বার্স পুত্র গ্রুপে চ্যাম্পিয়ন হন তৈহজিব শাহরিয়ার এবং প্রথম ও দ্বিতীয় রানার্স আপ হন আবিয়ান লতিফ দোভাষ ও ফারহান চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধ৩৮নং ওয়ার্ডে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধউদ্বোধনী খেলায় জুনিয়র ট্রেনিং একাডেমি ও বাদশা মিয়া স্মৃতি সংসদের জয়