আজ আওয়ামী লীগ নেতা এ কে এম আবদুল মন্নানের২২তম মৃত্যুবার্ষিকী

| বৃহস্পতিবার , ২৩ মার্চ, ২০২৩ at ৭:২৯ পূর্বাহ্ণ

দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এ কে এম আবদুল মন্নানের ২২তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মরহুমের নিজ বাড়ি চন্দনাইশের বরমায় মরহুমের কবরে পুষ্পমাল্য অর্পণ, ফাতেহা পাঠ, মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

এতে উপস্থিত থাকবেন সংসদ সদস্য মো. নজরল ইসলাম চৌধুরী, চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান মো. আবদুল জব্বার চৌধুরী, চন্দনাইশ পৌরসভার মেয়র মু. মাহাবুবুল আলম খোকা, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন জনু, বরমা ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম টিটু, বরমা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অ্যাডভোকেট কবিশেখর নাথ পিন্টু ও বরমা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দীন প্রমুখ। প্রসঙ্গত, ২০০১ সালের এ দিনে এ কে এম আবদুল মন্নান মারা যান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবর্তমান সরকার দেশে রেকর্ড পরিমাণ উন্নয়ন করেছে
পরবর্তী নিবন্ধসরকার পতন আন্দোলনে কৃষক দলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে