চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে ‘সিটিজেনস চার্টার’ প্রস্তুতকরণ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা গত মঙ্গলবার ইঞ্জিনিয়ারিং অনুষদের ভার্চুয়াল ক্লাশরুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি ছিলেন উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আবদুল্লাহ মামুনের সভাপতিত্বে কর্মশালায় রিসোর্স
পার্সন ছিলেন পদার্থবিদ্যা বিভাগের প্রফেসর ড. শ্যামল রঞ্জন চক্রবর্তী। রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ এতে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. কমল দে এবং ড. তানজিনা শারমিন নিপুন।উপাচার্য বলেন, প্রতিষ্ঠানের জন্য সিটিজেনস চার্টার আবশ্যকীয়
একটি বিষয়। সকল অফিস, দপ্তর, বিভাগ এবং শাখাসমূহে সিটিজেনস চার্টার দর্শনীয় স্থানে সাঁটানো থাকলে সেবা গ্রহীতাদের জন্য কাঙ্খিত সেবা পাওয়া অত্যন্ত সহজতর হয়।
আজকের কর্মশালায় উপস্থাপিত বিষয়ের উপর আলোচনা–পর্যালোচনার মাধ্যমে অংশগ্রহণকারীদের অর্জিত জ্ঞান স্ব স্ব অফিস, দপ্তর, বিভাগে প্রয়োগের মাধ্যমে স্ব স্ব সিটিজেনস চার্টার প্রস্তুতের ব্যাপারে ভূমিকা রাখবেন বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন। তিনটি সেশনে কর্মশালায় বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের সভাপতি এবং পরিচালকবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রভোস্টবৃন্দ অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।












