সৌদি আরবে রোজা শুরু বৃহস্পতিবার

চাঁদ দেখা যায়নি

আজাদী অনলাইন | মঙ্গলবার , ২১ মার্চ, ২০২৩ at ১০:৩৪ অপরাহ্ণ

সৌদি আরবে রমজানের চাঁদ দেখা যায়নি। এ কারণে মধ্যপ্রাচ্যের দেশটিতে রোজা রাখা শুরু হবে বৃহস্পতিবার।

আজ মঙ্গলবার (২১ মার্চ) সন্ধ্যায় সৌদি আরবের আকাশে চাঁদ দেখা না যাওয়ায় রমজান মাস শুরু হচ্ছে বৃহস্পতিবার। দেশটির মুসলমানরা সেদিন রোজা রাখা শুরু করবেন বলে আরব নিউজের খবরে বলা হয়েছে।

এর আগে দেশটির সর্বোচ্চ কর্তৃপক্ষ সুপ্রিম কোর্ট মুসলমানদের সব স্থান থেকে চাঁদ দেখার আহ্বান জানায়।

মধ্যপ্রাচ্যের দেশটির বিচার মন্ত্রণালয় এবার চাঁদ দেখতে ইলেকট্রনিক ব্যবস্থা চালুর ঘোষণা দেয়। চাঁদ দেখার প্রক্রিয়ায় আধুনিক প্রযুক্তির ব্যবহার এর লক্ষ্য বলে জানানো হয়। একইসঙ্গে প্রাথমিক বিচার আদালত ও সুপ্রিম কোর্টের কার্যক্রমের মধ্যে সমন্বয় আনার কথা বলা হয়।

চাঁদ দেখতে শক্তিশালী ও আধুনিক প্রযুক্তি ব্যবস্থা চালুর মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় করা এবং পর্যবেক্ষণ প্রক্রিয়ার গুণগত মান বাড়াতে এ উদ্যোগ নেওয়ার কথা বলা হয় যাতে সুপ্রিম কোর্ট দ্রুত নতুন চাঁদ দেখার সিদ্ধান্ত জানাতে পারে।

বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটি আগামীকাল বুধবার সন্ধ্যায় বৈঠকে বসবে। রমজান মাসের চাঁদ দেখার খবর পর্যালোচনা করে সেখানে রোজা শুরুর তারিখ নির্ধারণ করা হবে।

সাধারণত সৌদি আরবের এক দিন পর বাংলাদেশে রোজা ও ঈদ হয়ে থাকে।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে আগু‌নে ৩০ লক্ষা‌ধিক টাকার ক্ষয়ক্ষ‌তি
পরবর্তী নিবন্ধমাধ্যমিক বিদ্যালয়-কলেজে ছুটি পুরো রমজান, প্রাথমিকে ক্লাস ১৫ দিন