লোহাগাড়ায় প্রবাসী হত্যার ঘটনায় শ্বশুর গ্রেফতার

লোহাগাড়া প্রতিনিধি | সোমবার , ২০ মার্চ, ২০২৩ at ৮:১৩ অপরাহ্ণ

লোহাগাড়ার পুটিবিলায় প্রবাসী মনসুর আলী হত্যার ঘটনায় শ্বশুর এনামুল হককে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।

আজ সোমবার (২০ মার্চ) রাত ২টার দিকে চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আইয়ুব আলী উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পহরচান্দা পূর্ব পাড়ার মৃত আবদুর রশিদের পুত্র।

পুলিশ জানায়, দুবাই প্রবাসী মনসুর আলীকে খুনের পর পালিয়ে যায় শ্বশুর এনামুল হক। অবশেষে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। ইতোমধ্যে এই ঘটনার সাথে জড়িত নিহত প্রবাসীর শাশুড়ি ছায়েরা খাতুন, শালিকা রুমন্নান আক্তার, ভাড়াটে খুনি ছাবের আহমদ ও আইয়ুব আলীকে গ্রেফতারপূর্বক আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদেরকে কারাগারে প্রেরণ করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, একইদিন সকালে গ্রেফতার এনামুল হককে আদালতে সোপর্দ করা হয়েছে। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে শ্বশুরবাড়ির লোকজনের সাথে বিরোধ ছিল নিহত প্রবাসীর। এরই জের ধরে তারা স্বামী-স্ত্রী মিলে মেয়ের স্বামী প্রবাসী মনসুর আলীকে খুন করতে ১ লাখ টাকায় ৪ খুনি ভাড়া করার কথা আদালতে স্বীরোক্তিমূলক জবানবন্দিতে জানিয়েছেন গ্রেফতার এনামুল হক।

ঘটনার সাথে জড়িত অন্যদেরও গ্রেফতারপূর্বক আইনের আওতায় আনা হবে এবং উক্ত ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ১৪ মার্চ উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পহরচান্দা ছোট ধলিবিলা হাসনা ভিটার পাহাড়ি টিলার এক ঝিরি থেকে মনছুর আলী নামে এক প্রবাসীর মরদেহ উদ্ধার করা হয়।

গত ২৮ ফেব্রুয়ারি তিনি দুবাই থেকে দেশে আসেন। পরদিন ১ মার্চ গোপনে শ্বশুরবাড়ি যান তিনি। রাতে ওৎপেতে থাকা ভাড়াটে খুনিরা শ্বশুরবাড়িতে দা দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে আনুমানিক ৩শ’ গজ দূরে এক ঝিরিতে মাটিচাপা দেয়। দেশে ফেরার পরদিন থেকে তিনি নিখোঁজ ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে দুই ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধনিজেদের রক্ষায় সব বাহিনীকে প্রস্তুত করা হচ্ছে