হাটহাজারীর বুড়িশ্চর ছাপা মোতালেব কলেজিয়েট হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরনী অনুষ্ঠান গত শনিবার অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. রাশেদ খাঁন এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম. এ.সালাম।
বিদ্যলয় মাঠে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাঈম উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপসচিব মো. বেলাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাইনুদ্দিন মজুমদার, পরিচালনা পরিষদের সদস্য মো. ইমাম হোসেন চৌধুরী এনাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আজম খান।