আনোয়ারার রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়া পাড়ার ইয়াছিন খানের বাড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১১ পরিবারের মাঝে সহায়তা দিল উপজেলা বিএনপি। গতকাল শনিবার উপজেলা বিএনপির আহ্বায়ক মোশররফ হোসেনের উদ্যোগে ও রায়পুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের সহযোগিতায় ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে আড়াই হাজার টাকা করে প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য বদরুল হক চৌধুরী, মাস্টার মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ ইদ্রিস আলম, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ শাখাওয়াত হোসেন শাহেদ, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ নাসির উদ্দিন, আবু ছৈয়দ, আতিকুল ইসলাম আতিক, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ, মোহাম্মদ মহিউদ্দিন বাহার, মোহাম্মদ হেলাল উদ্দিন, মোহাম্মদ সাহেদ, মোহাম্মদ জাহেদ, এইচ ডি মুরাদ, মোহাম্মদ সালাউদ্দিন, ইবনে সালেহ, এইচ এম হেলাল উদ্দিন প্রমুখ।











