প্রিমিয়ার লিগে চট্টগ্রাম বন্দর কর্র্তৃপক্ষ ক্রীড়া সমিতি নিজেদের অবস্থান নিশ্চিত করলেও পারেনি রাইজিং স্টার স্টার জুনিয়র। এখনো শংকার মধ্যে রয়েছে তারা। গতকাল বন্দর দলের বিপক্ষে জয়ের লক্ষ্যে নামলেও শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে রাইজিং জুনিয়রকে। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বন্দর দলের কাছে ৫ উইকেটে হেরেছে রাইজিং স্টার জুনিয়র। সকালে টসে হেরে ব্যাট করতে নামা রাইজিং স্টার জুনিয়র শুরুটা ভাল করতে পারেনি।
২৪ রানে প্রথম উইকেট হারানোর পর ২৫ রানে যেতে হারায় ৩ উইকেট। এরপর বিজয় এবং হৃদয় ৩৭ রান যোগ করলেও দলকে বড় স্কোরের দিকে নিয়ে যেতে পারেনি। যদিও শেষ দিকে রাকিবুল এবং শলীফুলের ৩৭ রানের জুটি দেড়শ পার করতে সহায়তা করে রাইজিং জুনিয়রকে। ১৬৫ রানে অল আউট হয় গত আসরে প্রিমিয়ারে আসা রাইজিং স্টার ক্লাব জুনিয়র। দলের পক্ষে শরীফুল ৩৩, রাকিব ২৬, বিজয় ২১, হৃদয় ১৫, আল আমিন ১৯, রাজা ১২, তারেক আজিজ করেন ১৩ রান। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতির পক্ষে ২৪ রানে ৪ উইকেট নেন মোসাদ্দেক ইফতেখার। ৩টি উইকেট নিয়েছেন আবির। ২টি উইকেট নিয়েছেন মেহেদী হাসান। ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪ রানে দুই উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি। এরপর দলকে টেনে নেওয়ার দায়িত্ব একাই তুলে নেন অনিক সরকার। একপ্রান্ত আগলে রেখে দলকে টেনেছেন তিনি। অপর প্রান্তে রাসেল, তারেক এবং মোসাদ্দেক কিছুটা চেষ্টা করলেও তারা তিনজনই ফিরেছেন শরীফুলের বলের সামনে পড়ে। তবে অনিক সরকারকে ফেরাতে পারেনি রাইজিং স্টার জুনিয়রের বোলাররা। একাই লড়াই করে দলকেই শুধু জেতায়নি তুলে নিয়েছেন নিজের সেঞ্চুরি। মূলত তার সেঞ্চুরির উপর ভর করে ৩৬ ওভারে ৫ উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি। অনিক সরকার অপরাজিত থাকেন ৯৭ বলে ১০২ রান করে। তিনি মেরেছেন ৭টি চার এবং ৪টি ছক্কা। এছাড়া দলের পক্ষে অন্যান্যের মধ্যে রাসেল ১০, তারেক কামাল ২৩, মোসদ্দেক ১১ এবং আবির করেন ১৩ রান। রাইজিং স্টার জুনিয়রের পক্ষে ৩টি উইকেট নিয়েছেন শরীফুল ইসলাম। ২টি উইকেট নিয়েছেন তারেক আজিজ।