আসন্ন রমজান উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসনের বিশেষ বাজার মনিটরিং কার্যক্রম শুরু হয়েছে। বাজার তদারকির অংশ হিসেবে নগরীর বন্দর থানা সংলগ্ন পোর্ট মার্কেট ও পাহাড়তলী সরাইপাড়া চালের আড়তে গতকাল অভিযান পরিচালনা করেন পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।
পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান, আসন্ন রমজানে নিত্যপণ্যের বাজার যাতে স্থিতিশীল থাকে সে লক্ষ্যে চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট অভিযান চলমান রয়েছে। তিনি আরও যোগ করেন, আজকের বাজার মনিটরিং মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে বিভিন্ন অসঙ্গতির কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪ জন পাইকার ও খুচরা ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্কতামূলক ৪টি মামলায় মোট ২২ হাজার টাকা অর্থদন্ড আরোপ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।