চন্দনাইশে কৃষিজ জমির টপসয়েল কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

চন্দনাইশ প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৬ মার্চ, ২০২৩ at ৭:২১ অপরাহ্ণ

চন্দনাইশে অবৈধভাবে কৃষিজ জমির টপসয়েল কাটা ও পরিবহনের দায়ে ১ ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানাকৃত ব্যক্তির নাম মোহাম্মদ জোবায়ের (২৮)।

গতকাল বুধবার রাত ১টার দিকে উপজেলার সাতবাড়িয়া যতরকুল এলাকায় ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়।

জানা যায়, যতরকুল এলাকায় রাতের অন্ধকারে কৃষিজ জমির উপরিভাগ থেকে টপসয়েল কেটে পাচার করার সংবাদ গোপন সূত্রে পেয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক অভিযান চালান।

এসময় কৃষিজ জমির টপসয়েল কেটে অবৈধভাবে পরিবহনের দায়ে মো. জোবায়েরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে পাহাড় থেকে ৭ জনকে অপহরণ
পরবর্তী নিবন্ধপাঠ্যবই রিডিং পড়তে পারেনি শিক্ষার্থীরা, তাই পেটালেন চেয়ারম্যান