নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান ও মেয়র পদক প্রাপ্তিতে অধ্যাপক ডা. বাসনা মুহুরীর সংবর্ধনা অনুষ্ঠান গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপদেষ্টা পরিষদের সদস্য সচিব সাংবাদিক এম নাসিরুল হক। প্রধান অতিথি ছিলেন কলামিস্ট বিকাশ চৌধুরী বড়ুয়া। সাধারণ সম্পাদক প্রকৌশলী ঝুলন কুমার দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কার্যকরী পরিষদ সদস্য তাহরিন তারান্নুম নিশা।
ডা. বাসনা মুহুরী এই সম্মাননা সকল বিশেষ শিক্ষিকা ও অভিভাবকদের উৎসর্গ করেন। বক্তব্য রাখেন এডুকেশনাল থেরাপিস্ট তাহমিনা হক, অধ্যক্ষ সোমা চক্রবত্তী। ট্রেনিং শেষে নিষ্পাপ অধ্যক্ষ সোমা চক্রবর্তী এবং প্রধান অতিথি অংশগ্রহণকারী শিক্ষক–শিক্ষিকাদের মাঝে সনদ বিতরণ করেন। এতে অংশগ্রহণকারী শিক্ষিকা রুমি দত্ত, নাসিমা আক্তার লিপি, রাশেদা রহমান অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন। প্রেস বিজ্ঞপ্তি।