চট্টগ্রাম সিটি করপোরেশনের বর্ধিত গৃহকর বাতিলের দাবিতে করদাতা সুরক্ষা পরিষদের নগর ভবন ঘেরাও কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ।
এদিকে, নগর ভবনের সামনে ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের পাল্টা অবস্থানে তৈরি হয়েছে উত্তেজনা।
করদাতা সুরক্ষা পরিষদের কর্মসূচির সময় মেয়রের অনুসারী ছাত্রলীগ, যুবলীগ ও সিটি করপোরেশন কর্মচারী লীগের নেতাকর্মীরা নগর ভবনের সামনে অবস্থান নেয়।
আজ বুধবার (৮ মার্) টাইগার পাসের অস্থায়ী নগর ভবন ঘেরাওর কর্মসূচি ছিল চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদের।
সেই অনুযায়ী সংগঠনের সভাপতি নুরুল আবছারের নেতৃত্বে সদস্যরা বেলা ১১টায় নগরীর কদমতলী মোড় থেকে মিছিল নিয়ে নগর ভবন ঘেরাও করতে রওনা হন। কিন্তু টাইগার পাস মোড়ে পুলিশ মিছিল আটকে দেয়।
পরে বেলা পৌনে ১টায় করদাতা সুরক্ষা পরিষদের চারজন প্রতিনিধি তাদের লিখিত স্মারকলিপি নিয়ে চট্টগ্রাম সিটি করপেরেশনের (সিসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলামের কাছে যান।
তখনো অস্থায়ী নগর ভবনের সামনে মিছিল করছিলেন ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা।
এদিকে, বর্ধিত গৃহকর প্রত্যাহারের দাবিতে করদাতা সুরক্ষা পরিষদের নগর ভবন ঘেরাও কর্মসূচি শুরুর আগেই সকাল সোয়া ৯টার দিকে নগর ভবনের ফটকে তালা ঝুলিয়ে দেয় সিটি করপোরেশন কর্তৃপক্ষ।
ফলে সাড়ে ১০টা পর্যন্ত কেউ নগর ভবনে ঢুকতে পারেনি। এতে বিপাকে পড়েন সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা।
কর্মচারীরা টাইগারপাস সিটি করপোরেশনের অস্থায়ী কার্যালয়ের সামনে অবস্থান নেন। খবর পেয়ে গণমাধ্যমকর্মীরা সেখানে উপস্থিত হলে সাড়ে ১০টার দিকে ফটক খুলে দেওয়া হয়।