মরিয়ম আশ্রম উচ্চ বিদ্যালয়ে পাই দিবস পালিত

| বুধবার , ১৫ মার্চ, ২০২৩ at ১০:১৯ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক পাই দিবস উপলক্ষে কর্ণফুলী উপজেলার মরিয়ম আশ্রম উচ্চ বিদ্যালয়ে ম্যাথ ক্লাবের উদ্যোগে গতকাল মঙ্গলবার বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে গণিত বিভাগের মডারেটর বিদ্যালয়ের গণিত বিভাগের সহকারি শিক্ষক অসীম কুমার দে ও স্নেহাশিস দত্ত জনির নেতৃত্বে শোভাযাত্রার উদ্বোধন করেন শিক্ষক ব্রাদার সুমন যোসেফ কস্তা সিএসসি।

র‌্যালিতে সহকারি প্রধান শিক্ষক ব্রাদার হিউবার্ট রিংকু কস্তা সহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। শেষে ম্যাথ দিবস উপলক্ষে আলোচনা সভা ও পাই দিবস উপলক্ষে কেক কাটা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার সুমন জোসেফ কস্তা সিএসসি। বিশেষ অতিথি ছিলেন সহকারি প্রধান শিক্ষক ব্রাদার হিউবার্ট রিংকু কস্তা, সহকারী শিক্ষক ও ম্যাথ ক্লাবের মডারেটর অসীম কুমার দে ও কোমডারেটর স্নেহাশীষ দত্ত জনি। বক্তারা বলেন, আমাদের জীবনের সকল ক্ষেত্রেই গণিতের প্রভাব বিদ্যমান।

তাই গণিত ভীতি দূর করে তাকে সহজে গ্রহণ করে তোলার উপায়গুলো সবার কাছে ছড়িয়ে দেয়ার উপর জোর দিতে হবে। ম্যাথ ক্লাবের শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন দশম শ্রেণীর শিক্ষার্থী মাহমুদা খানম, নবম শ্রেণীর শিক্ষার্থী সূচনা দাশ। গণিত নিয়ে আবৃত্তি পরিবেশন করেন রেশমা দাশ। দলীয় সংগীত পরিবেশনা করে ক্লাবের সদস্যরা। সঞ্চালনায় ছিলেন দশম শ্রেণীর শিক্ষার্থী তাসলিমা নিশাত। অনুষ্ঠান শেষে ম্যাথ অলিম্পিয়াড প্রতিযোগিতায় বিভিন্ন ক্লাসে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটিতে সিন্ডিকেটের ৩১তম সভা
পরবর্তী নিবন্ধমেঘনা পেট্রোলিয়াম শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির নির্বাচন