চলচ্চিত্র লেকচার ওয়ার্কশপ ও ফিল্ম সেশন ১৮ ও ১৯ মার্চ

| বুধবার , ১৫ মার্চ, ২০২৩ at ১০:১৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ফিল্ম ইনস্টিটিউট ও সংগীত ভবন, চট্টগ্রামের যৌথ উদ্যোগে দুই দিন ব্যাপী চলচ্চিত্র লেকচার ওয়ার্কশপ ও ফিল্ম সেশনের আয়োজন করেছে। ১৮ ও ১৯ মার্চ অনুষ্ঠেয় এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র পরিচালক রাজা সেন। ১৮ মার্চ সন্ধ্যা ৬টায় সঙ্গীত ভবনে অনুষ্ঠিত হবে রাজা সেনের সঙ্গে মিট দ্য ডিরেক্টর সেশন।

সেশনে রাজা সেনকে নিয়ে একটি সাক্ষাৎকার ভিত্তিক প্রামাণ্যচিত্রও প্রদর্শিত হবে। ১৯ মার্চ সন্ধ্যা ৬টায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে আয়োজিত হবে চট্টগ্রাম ফিল্ম ইনস্টিটিউটের অভিষেক।

এর পর রাজা সেন পরিচালিত সর্বশেষ চলচ্চিত্র ‘সহস্রাব্দের সেরা বাঙালি’ প্রদর্শন করা হবে। শেষে থাকবে পরিচালকের আলাপচারিতা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসফদর হোসেন চৌধুরী
পরবর্তী নিবন্ধট্রেড ইউনিয়ন কেন্দ্রের মানববন্ধন