নাজিরহাট পৌরসভার দ্বিতীয় নির্বাচন আগামীকাল বৃহস্পতিবার। নির্বাচনের প্রচারনা শেষ হয়েছে গতকাল মঙ্গলবার রাতে। পৌরসভায় প্রথমবারের মতো ইবিএমে ভোটগ্রহণ হবে। জানা গেছে, নাজিরহাট পৌরসভায় প্রায় ৪৭ হাজার ভোটার ৯ ওয়ার্ডের ২২টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচনে মেয়র পদে ৫ জন, সাধারণ আসনের কাউন্সিলর পদে ৪১ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮ জন প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। মেয়র পদের প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সদস্য এ কে জাহেদ চৌধুরী, নাজিরহাট ব্যবসায়ী সমিতির সভাপতি নাসির উদ্দীন (নারিকেল গাছ), আনোয়ার পাশা (মোবাইল ফোন), মোহাম্মদ ইসমাঈল গণী (জগ) ও জাহাঙ্গীর আলম (চামচ)। আওয়ামী লীগ প্রার্থী এ কে জাহেদ চৌধুরী বলেন, নৌকা স্বাধীনতার প্রতীক, উন্নয়নের প্রতীক। নৌকায় ভোট দিলে উন্নয়ন হয়। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নাজিরহাট পৌরবাসীকে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি।
স্বতন্ত্র প্রার্থী নাসির উদ্দীন বলেন, গত ৫ বছর অত্র পৌরসভায় আশানুরূপ উন্নয়ন হয়নি। একটি অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে আমাকে জয়ী করবেন পৌরবাসী।
অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ তারিফুজ্জামান বলেন, চার স্তরের রিরাপত্তা বলয় নিয়ে ইবিএম মেশিনে ভোটাধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।












