রামুর গর্জনিয়া বাজারে আগুন, ২১ দোকান পুড়ে ছাই

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি | বুধবার , ১৫ মার্চ, ২০২৩ at ৬:৩৫ পূর্বাহ্ণ

রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের গর্জনিয়া বাজারে অগ্নিকাণ্ডে ২১টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গত মঙ্গলবার ভোরে বাজারের মাদরাসা গেট সংলগ্ন উত্তরাংশের মার্কেটে এ ঘটনা ঘটে। এ সময় আয়াত উল্লাহ (১৪) নামের এক প্রতিবন্ধী কিশোর গুরুতর আহত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু মো. ইসমাঈল নোমান।

ব্যবসায়ীরা জানান, মার্কেটের শুকমুনিয়া হোটল থেকে আগুনের সূত্রপাত। আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় বাজার ব্যবসায়ী সমিতি আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে ভোর ৪টা ৪০ মিনিটের দিকে রামু ফায়ার সার্ভিস পৌঁছায়। গর্জনিয়া পুলিশ ফাঁড়ির সদস্য ও স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস আগুণ নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে হাডওয়্যারের দোকান, ফার্মেসি, কাপড়ের দোকান, মুরগীর দোকান, কম্পিউটারের দোকান, হোটেল, চা দোকানসহ ২১টি দোকান পুড়ে যায়। এ ঘটনায় নগদ টাকা, মালামালসহ পৌনে ৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা।

জানা যায়, আহত শিশুটি মাদরাসা গেটের একটি দোকানের সামনে ঘুমন্ত অবস্থায় ছিল। গায়ে আগুন লাগলে সে দৌড়ে প্রাণ রক্ষা করলেও তার অবস্থা সংকটাপন্ন। সে গর্জনিয়া ইউনিয়নের জুমছড়ি গ্রামের মৃত আবু হান্নানের ছেলে। তবে সে বাক ও মানসিক প্রতিবন্ধী। আহত হওয়ার পর তাকে কঙবাজার মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চট্টগ্রামে রেফার করেন চিকিৎসক।

গতকাল দুপুরে রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মোস্তফা ঘটনাস্থল পরিদর্শন করেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত প্রত্যেক ব্যবসায়ীকে অর্থ, কম্বল ও মাদুর সহায়তা দেন। আর তাদের আরো সরকারি সহায়তার আশ্বাস দেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ২ সেপ্টেম্বর রাতে এ বাজারটিতে অগ্নিকাণ্ডে দুজন নিহত হয়।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাই বিএনপির ১৩ নেতাকর্মী কারাগারে
পরবর্তী নিবন্ধভূমধ্যসাগরে নৌকাডুবি, ১৭ বাংলাদেশি উদ্ধার