সুস্থ সংস্কৃতি চর্চা সমাজকে আলোর পথ দেখায়

সুরপঞ্চম সঙ্গীত নিকেতনের বসন্ত উৎসব

| মঙ্গলবার , ১৪ মার্চ, ২০২৩ at ১০:৫৩ পূর্বাহ্ণ

সুরপঞ্চম সঙ্গীত নিকেতনের পুরস্কার বিতরণী ও বসন্ত উৎসব গত শুক্রবার দক্ষিণ কাট্টলী হরি মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সঙ্গীত নিকেতনের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শিমুল দাশের সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের সহঅধ্যক্ষ রিয়া দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন পংকজ দেব অপু। প্রধান অতিথি ছিলেন সমাজসেবক দেবাশীষ নাথ দেবু। বিশেষ অতিথি ছিলেন মনোজ কুমার দেব, অলোক দাশ, ডা. সুমন তালুকদার, সদানন্দ ভট্টাচার্য, সমর কান্তি দাশ। শোভাযাত্রা উদ্বোধন করেন মিঠুন সরকার। শেষে সুজন সর্ববিদ্যা ও পিংকী নন্দীর সঞ্চালনায় পুরস্কার বিতরণী, সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

বক্তারা বলেন, সুস্থ সংস্কৃতি চর্চা সমাজকে আলোর পথ দেখায়। সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদের হাত থেকে সমাজ রক্ষায় সাংস্কৃতিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। সভা শেষে ছাত্র ছাত্রীদের পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহালুম, টুকটুকিদের সাথে আনন্দে মাতলো শিশুরা
পরবর্তী নিবন্ধদুই নারীর হাত ধরে অস্কার ইতিহাসে ভারত