হালুম, টুকটুকিদের সাথে আনন্দে মাতলো শিশুরা

| মঙ্গলবার , ১৪ মার্চ, ২০২৩ at ১০:৫৩ পূর্বাহ্ণ

সিসিমপুরের জনপ্রিয় চরিত্র হালুম, টুকটুকি, শিকু আর ইকরির সঙ্গে দারুণ মজার সময় কাটিয়েছে পার্বত্য জেলা বান্দরবানের শিশুরা। গতকাল সোমবার ইউএসএআইডি/ বাংলাদেশের আর্থিক সহযোগিতায় চলমান বান্দরবান এগ্রিকালচার এন্ড নিউট্রিশন ইনিসিয়েটিভ প্রকল্পের আওতায় বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার ওয়াগয়পাড়ায় অনুষ্ঠিত হয় পারিবারিক পুষ্টিমেলা। সেখানে এসেছিল সিসিমপুরের এই জনপ্রিয় চরিত্ররা। পুষ্টিমেলায় হালুম, টুকটুকি, শিকু, ইকরি নেচেগেয়ে শিশুদের সাথে আনন্দে মেতে ওঠে।

পাশাপাশি তারা গান আর ছন্দে শিশুদের সামনে পুষ্টি, সমতা ও একতার গুরুত্ব তুলে ধরে। টেলিভিশনের পর্দায় দেখা চরিত্রদের সামনে দেখতে পেয়ে শিশুদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। বান্দরবান জেলার পাঁচটি উপজেলার প্রায় ৩০ হাজার পরিবারের কৃষি উৎপাদন বৃদ্ধি এবং দরিদ্র ও অতি দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টি নিরাপত্তা উন্নয়নে কাজ করছে বান্দরবান এগ্রিকালচার এন্ড নিউট্রিশন ইনিশিয়েটিভ প্রকল্প। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপাঁচ কৃতীকে পুরস্কৃত করলেন মেয়র
পরবর্তী নিবন্ধসুস্থ সংস্কৃতি চর্চা সমাজকে আলোর পথ দেখায়