উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে

আবুধাবিতে এমপি ফজলে করিম

| মঙ্গলবার , ১৪ মার্চ, ২০২৩ at ১০:৫১ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি আবুধাবির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভা সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ইমরাদ হোসেন ইমু ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন তালুকদারের সঞ্চালনায় আবুধাবির একটি হোটেলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেলপথ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ফজলে করিম চৌধুরী এম পি।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাস আবুধাবির প্রথম সচিব সাইফুল ইসলাম, শ্রম সচিব হাজারা সাব্বির, রাউজান পাহাড়তলীর চেয়ারম্যান মোহাম্মদ রোকন উদ্দিন, আমিরাতে বাংলাদেশ সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন, প্রকৌশলী আশিষ বড়ুয়া। বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি আবুধাবির সহসভাপতি শওকত আকবর, জামশেদ আহমেদ, গোলাম কাদের চৌধুরী ইফতি, মোজাম্মেল হোসেন চৌধুরী, সজল চৌধুরী প্রমুখ। প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন, অগ্রগতি, সমৃদ্ধি ও স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছে দেশ।

তারই ধারাবাহিকতায় রাউজান উপজেলা একটি উন্নয়নের রোল মডেল। এক সময়ের অশান্ত রাউজান এখন শান্তির রাউজান। নিজস্ব বিদ্যুৎ উৎপাদনে সক্ষমতা অর্জন, বহু ব্রিজ, কালভার্ট, নতুন নতুন রাস্তা নির্মাণ সহ বহু উন্নয়ন করেছে সরকার। এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা মার্কাকে বিজয়ী করতে প্রবাসীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাজেকে ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিক নিহত
পরবর্তী নিবন্ধপিএইচপির গাড়ি তৈরির কারখানা পরিদর্শন সিআইইউর শিক্ষার্থীদের