ফটিকছড়ির ১৬নং বখতপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ভোট গ্রহণ আগামী ২০ মার্চ সোমবার অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ের উপ–সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত আদেশে এ তথ্য নিশ্চিত করেন। উল্লেখ্য, ২০২১ সালের ১১ নভেম্বর চট্টগ্রাম অঞ্চলে ইউপি নির্বাচনের একদিন আগে চেয়ারম্যান পদে ভোট গ্রহণ স্থগিত করেন হাইকোর্ট।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২১ সালে ১৬ নং বখতপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী সোলাইমান, স্বতন্ত্র প্রার্থী ফারুক উল আজম ও মো. রফিকুল ইসলাম মনোনয়নপত্র জমা দেন। ২১ অক্টোবর মনোনয়নপত্র যাচাই বাচাইকালে রির্টানিং কর্মকর্তা মো. হাসানুজ্জামান ঋণ খেলাপির কারণে ফারুক উল আজমের মনোনয়ন বাতিল করেন। ২৬ অক্টোবর মনোনয়ন প্রত্যাহারের দিন রফিকুল ইসলাম মনোনয়ন প্রত্যাহার করেন। এতে আওয়ামীলীগ প্রার্থী সোলাইমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ হলেও ফারুক উল আজম হাইকোর্টে রীট পিটিশন নং ৯৫৪১/২০২১ দাখিল করলে হাইকোর্ট তার প্রার্থীতা বহাল রাখেন। একই সাথে তাকে প্রতীক বরাদ্দ দিয়ে নির্বাচনে অংশ নিতে সকল বিষয়ে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের প্রতি আদেশ দেন। এই আদেশের বিরুদ্ধে অপর প্রার্থী সোলাইমান (বর্তমান চেয়ারম্যান) আপিল করেন।
আপিলের শুনানি নিয়ে আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করেন। সঙ্গে ইউপি নির্বাচনের গেজেট জারিও স্থগিত করে দেন। পরে আপিল বিভাগ গত বছরের ৬ মার্চ রুলটি নিষ্পত্তির জন্য হাইকোর্টে পাঠিয়ে দেন। সেই ধারাবাহিকতায় গত বছরের ১৭ নভেম্বর চূড়ান্ত শুনানি শেষে রুল যথাযথ ঘোষণা করে ফারুক উল আজমের প্রার্থিতা বৈধ ঘোষণা করেন হাইকোর্ট। একই সঙ্গে ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে ভোটগ্রহণের নির্দেশ দেন। এ ব্যাপারে ফটিকছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা অরুন উদয় ত্রিপুরা বলেন, বখতপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ভোট গ্রহণ নির্বাচন কমিশন সচিবালয়ের আদেশের ভিত্তিতে আগামী ২০ মার্চ অনুষ্ঠিত হবে।