হালদা থেকে উত্তোলন করা ৮ ট্রাক বালু জব্দ, জরিমানা

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ১৪ মার্চ, ২০২৩ at ৬:২৬ পূর্বাহ্ণ

হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হালদা থেকে অবৈধভাবে বালু তোলার অপরাধে মানিক ও হাসান নামের দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা এবং মহাসড়কের পাশে ঝুঁকিপূর্ণভাবে মাটি রাখায় ১ ব্যক্তিকে ২০ হাজার টাকাসহ মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা করেছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার আমানবাজার এলাকায় এবং একই দিনে ভোর রাত ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত ফরহাদাবাদ ইউনিয়নের নাজিরহাট কলেজ সংলগ্ন হালদা পয়েন্টে এ অভিযান চালানো হয়। সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিক্তিতে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলমের নেতৃত্বে অভিযান চালালে সংবাদের সত্যতা মিলে। এসময় ৮ ট্রাক অবৈধ বালু জব্দ করা হয়।

অভিযুক্ত নাজিরহাট এলাকার দেলোয়ারে হোসেনের পুত্র মো.মানিক এবং ফরহাদাবাদের মন্দাকিনী এলাকার আব্দুল মিয়ার পুত্র মো.হাসান মিয়া অপরাধ স্বীকার করে নেয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাদেরকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করে তা ডিসিআরের মাধ্যমে আদায় করা হয়। এবং ভবিষ্যতে নিয়মবহির্ভুত এমন কাজ থেকে বিরত থাকতে সতর্ক করা হয়। পরে জব্দকৃত ওই ৮ ট্রাক বালু উপজেলার ফরহাদাবাদ সেইফ হোমে দেওয়া হয়। ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলম ও সংশ্লিষ্ট ইউপি মেম্বারগণ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। অপরদিকে মহাসড়কের পাশে ঝুঁকিপূর্ণভাবে মাটি রাখার অপরাধে দক্ষিণ পাহাড়তলী এলাকার মো.ইসহাকের পুত্র কামাল উদ্দিনকে পরিবহন আইনে ২০ হাজার টাকা জরিমানা করে তা ডিসিআরের মাধ্যমে আদায় করা হয়।

এ ব্যাপারে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো.শাহিদুল আলম অভিযানের সত্যতা স্বীকার করে জানান, হালদার মা মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় এবং জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধ‘এভরিথিং এভরিহোয়্যারের’ জয়জয়কার
পরবর্তী নিবন্ধপ্লট বুঝিয়ে না দিলে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনের হুমকি ৯৮ গ্রাহকের