আমরা ২৮,আমাদের বয়স বাড়ে না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যাচ–২৮ আনন্দ উৎসব কুমিল্লার ম্যাজিক প্যারাডাইসে অনুষ্ঠিত। সারাদিন কেটে গেল বন্ধুদের সাথে আনন্দ উচ্ছ্বাসে। ব্যাচ ২৮ এর আনন্দ উৎসব শুধু উল্লাসের নয় এখানে থাকে বন্ধুত্বের দায়িত্ব, মানবিকতার উদ্যোগ এবং প্রশান্তির নির্মলতা। চট্টগ্রাম থেকে ৩টি বাস থেকে এবং ২টি বাস যোগে ঢাকা থেকে কুমিল্লা কোটবাড়ি পৌঁছি। কুমিল্লা জেলার কোটবাড়ি এলাকায় বিশ্বের সবচেয়ে বড় থিম পার্ক ডিজনিল্যান্ডের আদলে তৈরি করা হয়েছে ম্যাজিক প্যারাডাইস পার্ক এর বিশাল ফটক। ওয়াটার পার্ক, ২০টিরও বেশি বিভিন্ন ধরনের রাইড, ডাইনোসর পার্ক, পিকনিক স্পটসহ পার্কটি। সবুজ প্রকৃতি আর কৃত্রিমের ছোঁয়া মিলে পার্কে রয়েছে রেল, রোলার কোস্টারসহ শিশু–কিশোরদের নানা রাইড। পাহাড়ের সিঁড়ি বেয়ে উপরে উঠতেই ডেকে উঠে ডায়নোসর। ডায়নোসর গুলোকে সেন্সরের মাধ্যমে মুভ করার সাথে সাউন্ড ইফেক্টেরও ব্যবস্থা করা হয়েছে। ছোট বাচ্চা না শুধু বড়রাও দেখলে ভয় পেয়ে যাবে নির্ঘাত। খেয়াল না করে উপড়ে উঠলে আপনিও হাজার বছর পুরনো ডায়নোসরের যুগে চলে গেছেন ভেবে ভয় পেতে পারেন।
আছে ডায়নোসর দিয়ে সাজানো রাইড ও আস্ত ডায়নোসরের ডিমে ঢুকে ছবি তোলার সুযোগ। সুযোগ হাতছাড়া করিনি। আছে খাওয়া–দাওয়াসহ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, নামাজের স্থান, চমৎকার স্যানিটেশন ও মহিলা–পুরুষদের জন্য আলাদা আয়োজন। সর্বোপরি, মনোমুগ্ধকর একটি পরিবেশ। কুমিল্লা ম্যাজিক প্যারাডাইজ এর ১০ মার্চ ২০২৩ এর অনুষ্ঠান প্রয়াত বন্ধু, শিক্ষক ও বন্ধুদের প্রয়াত পরিবারের সদস্যদের জন্য দোয়া ও প্রয়াত বন্ধুর পরিবারের সহযোগিতায় পাশে থাকার পরিকল্পনা। সে সাথে দুই দুই বার বাংলা চ্যানেল (টেকনাফ টু সেন্টমার্টিন) সাঁতরে পাড়ি দেয়া বন্ধু আবুল কালাম আজাদ এর প্রতি ভালোবাসা ও শুভেচ্ছার স্মারক প্রদান, এনএসআই এর অতিরিক্ত পরিচালক (এছাড়া প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তা সেলের দায়িত্বপ্রাপ্ত) বন্ধু মনসুর আহমেদ বিপ্লবকে সিইউ এঙ স্টুডেন্ট ক্লাব ঢাকার যুগ্ম সম্পাদক ও চবি এলামনাই এর নির্বাহী সদস্য মনোনীত হওয়ায় এবং বন্ধু বিপ্লবের সহধর্মিণী সালমা ভাবি বাংলাদেশের প্রথম নারী প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করায় ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।