দেশে ফিরে মেয়ের বিয়ের অনুষ্ঠান করা হলো না সৌদি আরব প্রবাসী সাতকানিয়ার মো. ফোরকানের। এর আগেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি।
আজ সোমবার (১৩ মার্চ) ভোরে (সৌদি আরব সময়) মদিনায় এক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে দুপুরের দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ফোরকানের মৃত্যুর খবর পেয়ে স্বজনদের কান্নায় ভারি হয়ে উঠেছে এলাকার বাতাস।
নিহত মো. ফোরকান সাতকানিয়ার ঢেমশা ইউনিয়নের দাইমারখীল এলাকার মাওলানা মো. আনোয়ারুল ইসলামের পুত্র।
নিহতের ভাই সাতকানিয়ার কেরানী হাটের ব্যবসায়ী মাওলানা মো. লোকমান বলেন, “আমার ভাই ফোরকান জেদ্দার সুখ সাথী মার্কেটে জুতা ও বোরকার ব্যবসা করতো। গত শনিবার তার দুই বন্ধুকে সাথে নিয়ে নিজে গাড়ি চালিয়ে জেদ্দা থেকে মদিনায় যায়। মদিনায় জিয়ারত শেষে ওমরা করার জন্য মক্কায় যাচ্ছিল। এসময় মদিনা থেকে প্রায় দেড় শত কিলোমিটার দূরে চাকা পাংচার হয়ে তাদের গাড়িটি সড়কে উল্টে যায়। তখন তার বন্ধু বাঁশখালীর কাথরিয়ার মোস্তফা আলী ঘটনাস্থলে মারা যায়। আমার ভাই ফোরকান এবং তার অপর এক বন্ধু গুরুত্বর আহত হয়। পরে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে মদিনার আল মিকাত হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে ফোরকান মারা যায়। আমার ভাই ফোরকান ও তার বন্ধুর মরদেহ এখন মদিনার আল মিকাত হাসপাতালের মর্গে রয়েছে।”
তিনি আরো বলেন, “আমার ভাই গত প্রায় ২৫ বছর ধরে সৌদি আরবে রয়েছে। এর মধ্যে অনেক বার দেশে এসেছে। সর্বশেষ গত ২০ জানুয়ারি দেশ থেকে সৌদি আরবে যায়। এর আগের বড়দিন মেয়ের আকদ সম্পন্ন হয়েছে। ভাইয়ের স্বপ্ন ছিল আগামী ঈদ-উল-আযহার আগে দেশে ফিরে মেয়ের বিয়ের অনুষ্ঠান করবে। সেই স্বপ্ন আর পুরণ হলো না। বিয়ের অনুষ্ঠান করে উপস্থিত থেকে মেয়েকে পাত্রস্থ করার সুযোগ আর কোনো দিন হবে না তার। আমাদের সবাইকে শোকের সাগরে ভাসিয়ে না ফেরার দেশে চলে গেছে।”
ফোরকানের ২ ছেলে ও ৩ মেয়ে রয়েছে।