সাতকানিয়ায় মাদক বিক্রেতাসহ গ্রেফতার ১১

সাতকানিয়া প্রতিনিধি | সোমবার , ১৩ মার্চ, ২০২৩ at ৮:০৯ অপরাহ্ণ

সাতকানিয়ায় পৃথকভাবে অভিযান চালিয়ে মাদক বিক্রেতাসহ বিভিন্ন মামলার ১১ আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তাদের মধ্যে একজনের কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

গতকাল রবিবার রাতে উপজেলার খাগরিয়া, বাজালিয়া, পশ্চিম ঢেমশা, কাঞ্চনা, সোনাকানিয়া, ছদাহা, মাদার্শা, পুরানগড়, নলুয়া ও জনার কেঁওচিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, সাতকানিয়া থানার ওসি ইয়াসির আরাফাত, ঢেমশা তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক ছৈয়দ ওমর, এসআই প্রবীণ দেব, মোঃ সামছুদ্দৌহা, মোঃ আবদুর রহিম, মোঃ নাহিদ আহমেদ সবুজ, মোঃ আমির আলী, এএসআই মোঃ আল আমিন, মোঃ নুর নবী, মোঃ ইকবাল হোসেন ও মোঃ মহিউদ্দিনের নেতৃত্বে পুলিশ পৃথকভাবে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১১ আসামীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারদের মধ্যে গোপালগঞ্জের মোকসুদপুর গোহলার শরীফ বাড়ির মোঃ নুর হোসেন শরীফের পুত্র মোঃ লিটন শরীফ(৩০)-এর কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে সাতকানিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া গ্রেফতার অন্যান্য আসামীরা হলো কাঞ্চনা ইউনিয়নের উত্তর কাঞ্চনা চৌধুরী পাড়ার লতিফের পাড়ার ফয়েজ আহমদের পুত্র মোঃ জামশেদুল করিম চৌধুরী (২৮), একই ইউনিয়নের ফুলতলার মোঃ নুরুল আনোয়ারের পুত্র মোঃ রিদুয়ানুল হক (৩০), দক্ষিন কাঞ্চনা গুরগুরির আবদুস সোবাহানের পুত্র মোঃ শামসু (৪০), পুরানগড় ইউনিয়নের ফকিরখীল উত্তর পাড়ার কনকন দাশের পুত্র রুবেল দাশ (৩৫), মাদার্শা ইউনিয়নের মধ্যম মাদার্শা নেতা ফকির পাড়ার মৃত মোঃ আলমের পুত্র দেলোয়ার হোসেন (২৯), ছদাহা রহম বকসু মেম্বারের বাড়ির মৃত জালাল হোসেনের পুত্র অআলী হোসেন (৪০), সোনাকানিয়া ইউনিয়নের মির্জারখীল আছারতলীর আবদুল হাকিমের পুত্র মোঃ মোরশেদুল আলম (৩৫), খাগরিয়া রসুলপুরের মৃত আবদুল গফুরের পুত্র মোঃ এনামুল হক (৩৮), পশ্চিম ঢেমশা ইছামতি আলীনগরের আবু বক্করের পুত্র আবদুর রহিম (২৫) ও বাজালিয়া উত্তর পাড়ার খায়ের আহমদের বাড়ির নাসির উদ্দিনের পুত্র ফরিদা পারভীন (৩৯)।

সাতকানিয়া থানার ওসি ইয়াসির আরাফাত জানান, গ্রেফতার আসামীদের আজ সোমবার (১৩ মার্চ) আদালতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে বিচ্ছিন্নতাবাদীদের গুলিতে সেনা কর্মকর্তার মৃত্যু, আহত ২
পরবর্তী নিবন্ধশিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা ফয়’স লেকে