কিডনি রোগী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

| সোমবার , ১৩ মার্চ, ২০২৩ at ১০:৪৩ পূর্বাহ্ণ

কিডনি রোগী কল্যাণ সংস্থার উদ্যোগে বিশ্ব কিডনি দিবস ও সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা গত ১০ মার্চ চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হয়েছে। এর আগে বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বর থেকে সংস্থার সদস্য/সদস্যা কিডনি রোগী ও স্বজনদের এক বর্ণাঢ্য র‌্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজির কিডনি রোগ, মেডিসিন, ডায়াবেটিস, ডায়ালাইসিস এবং ট্রান্সপ্লান্ট বিশেষজ্ঞ ডা. আবদুস সালাম ওসমানী।

সৈয়দ মোহাম্মদ মুস্তাকিমের কন্ঠে মহাগ্রন্থ আলকোরআন থেকে তেলাওয়াত এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সভার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। কিডনি রোগী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি এস.এম জাহেদুল হকের সভাপত্বিতে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও কিডনি রোগ বিশেষজ্ঞ ডা. রফিকুল হাসান, আইনজীবী জিয়া হাবীব আহসান, কাশেম চৌধুরী, সংস্থার সাধারণ সম্পাদক অধ্যাপক শাব্বির আহমেদ, মা ও শিশু হাসপাতাল পরিচালক প্রসাশন মোহাম্মদ মোশারফ হোসেন, যুগ্মসম্পাদক মোহাম্মদ আরিফ, চট্টগ্রাম বিভাগীয় সমাজকল্যাণ ফেডারেশনের মহাসচিব হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ্‌, মো. ইব্রাহিম, এড. মো. আনোয়ার, আমান উল্লাহ্‌ আমান, কিডনি ডায়ালাইসিস রোগী প্রপুল্ল কুমার নাথ, মো. মাসুদ, আজীবন সদস্য মোহাম্মদ আলমগীর, এডভোকেট ফিরোজ প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. আবদুস সালাম ওসমানী বলেন, বিশ্ব কিডনি দিবসের প্রতিপাদ্যের সাথে সঙ্গতি রেখে কিডনি রোগী কল্যাণ সংস্থা বিদ্যমান অসঙ্গতি নিরসনে ধারাবাহিক প্রচেষ্টা অব্যাহত রাখবে। পরে কিডনি রোগী কল্যাণ সংস্থার পক্ষ থেকে ২২ জন হতদরিদ্র বিভিন্ন রোগীর হাতে চিকিৎসা সহায়তার চেক হস্তান্তর করা হয়। সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি এস.এম জাহেদুল হক সমাপনী বক্তব্যে বলেন, মাসে ৮ বা ১২ টি ডায়ালাইসিসের খরচ যোগানই কিডনি রোগীদের প্রধানতম সমস্যা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদুই ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধসরফভাটার সালেহ আহমদ সড়ক উদ্বোধন