সীতাকুণ্ডের সীমা অক্সিজেন কারখানায় বিস্ফোরণে আহত ও নিহতদের পরিবারের মধ্যে ১ কোটি ১৮ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলা কার্যালয়ের হলরুমে মালিক পক্ষ থেকে এ সহায়তা তুলে দেয়া হয়।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেনের সভাপতিত্বে চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাসুদ কামাল। এতে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক সৌমিত্র চক্রবর্তী, ওসি তোফায়েল আহমেদ, সীমা গ্রুপের ম্যানেজার ইফতেখার উদ্দিন রুবেল, কৃষি কর্মকর্তা মো. হাবিবুল্লাহ ও যুবকর্মকর্তা শাহ আলম।
অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ কামাল বলেন, গত রোববার সকালে জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানের উপস্থিতে কারখানার মালিক মো. মামুনের সাথে জেলা ও উপজেলা প্রশাসনের মধ্যে এক ফলপ্রসূ আলোচনার প্রেক্ষিতে আমরা ক্ষতিগ্রস্ত শ্রমিকদের বিষয়ে কিছু সিদ্ধান্ত গ্রহণে একমত হই। সিন্ধান্ত অনুযায়ী, নিহত সাত জনের পরিবারকে নগদ ১০ লাখ টাকা করে, যাদের অঙ্গহানী হয়েছে তাদেরকে ৫ লাখ টাকা করে এবং আহতদেরকে দুই লাখ টাকা করে দেয়া হবে।
এছাড়াও আহত কর্মচারী প্রত্যেকে চিকিৎসা চলাকালীন সময়ে মাসিক বেতন পাবেন এবং সুস্থ হয়ে কর্মস্থলে যোগদান করবেন। এছাড়া নিহত পরিবারের সদস্যগণ চাইলে সীমা গ্রুপে চাকুরীর সুযোগ পাবেন। অনুষ্ঠান শেষে নিহত পরিবারের সদস্যদের মাঝে চেক তুলে দেয়া হয়।