মাদার্শায় মুনিরীয়া যুব তবলীগের ইছালে ছাওয়াব মাহফিল

| রবিবার , ১২ মার্চ, ২০২৩ at ১০:৩৭ পূর্বাহ্ণ

হাটহাজারী উপজেলাধীন রহমতঘোনা এলাকাবাসীর উদ্যোগে পবিত্র মিরাজুন্নবী (সা.) মাহফিল ও সালানা ওরছে হযরত গাউছুল আজম (রা.) উপলক্ষে গত ১০ মার্চ বিকেলে এক ঈছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়।

ফিরোজউলকবির চৌধুরীর সভাপতিত্বে রহমতঘোনা জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও উত্তর মাদার্শা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মুহাম্মদ নুর খান। এতে প্রধান আলোচক ছিলেন মাওলানা এরশাদুল হক। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুস সবুর, মাওলানা জসিম উদ্দিন মুনিরী ও মাওলানা আবু তালেব প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ নেতা নুর খান বলেন, হযরত ছৈয়দ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর সুমহান জীবনাদর্শ অনুসরণের মধ্য দিয়ে সমাজে শান্তি এবং হিংসাবিদ্বেষহীন সমাজ প্রতিষ্ঠা সম্ভব। তিনি বলেন, প্রয়োজনীয় সকল নিয়ামক মিলবে তাঁর পবিত্র জীবনার্দশ অনুসরণে। বাদে মাগরিব থেকে মাহফিলে বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকার মুরব্বীগণ এবং অসংখ্য অলিপ্রেমিক মুসল্লীদের সমাগম ঘটে। মিলাদ কিয়াম শেষে বিশ্ব উম্মাহর শান্তি, দেশজাতির সমৃদ্ধি ও অগ্রগতি এবং হাজেরানের মনোবাসনা পূরণ কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমিনহাজ উল কুরআন ফাউন্ডেশন মানবতার সেবায় কাজ করছে
পরবর্তী নিবন্ধডা. নরুন নাহার জহুরের মৃত্যুবার্ষিকী আজ