বিএনপি আন্দোলনের পথ হারিয়ে দিশেহারা : কাদের

| রবিবার , ১২ মার্চ, ২০২৩ at ১০:১৯ পূর্বাহ্ণ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আন্দোলনের পথ হারিয়ে দিশেহারা। শক্তি কমে নেমেছে মানববন্ধনে। গতকাল দুপুরে ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন। খবর বাসসের।

কাদের বলেন, বিএনপি আন্দোলনে পথ হারিয়ে দিশেহারা, আন্দোলন করার শক্তি তাদের নেই। দৌড়াতে দৌড়াতে এখন মানববন্ধনে দাঁড়িয়ে গেছে। কী দুরবস্থা! মানববন্ধনে দাঁড়িয়েছে তাদের শক্তি কমে গেছে, কিন্তু মুখের বিষ কমেনি। ফান্দে পড়ে গেছে বিএনপি। একদিকে লন্ডনের ফরমায়েশ, অন্যদিকে টাকাওয়ালাদের টাকা, ফখরুল ইসলাম আলমগীর দিশেহারা, চোখে অন্ধকার দেখছে।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, গণতন্ত্র ধ্বংস করেছেন আপনারা। মেরামত করবে কে? মেরামত করেছেন শেখ হাসিনা। সেজন্যই আজকে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাচ্ছে। ৭ই মার্চ, জয় বাংলা নিষিদ্ধ করেছিল বিএনপি।

তিনি বলেন, আমাদের জীবন থাকতে, মুক্তিযোদ্ধারা বেঁচে থাকতে আমরা কোনোদিনও টেক ব্যাক বাংলাদেশএই অপশক্তির, সামপ্রদায়িক অপশক্তির হাতে ক্ষমতা ছেড়ে দেব না।

পূর্ববর্তী নিবন্ধরাবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, আহত দুই শতাধিক
পরবর্তী নিবন্ধভাগাভাগির পর বলছেন টাকা উদ্ধার হয়নি?