রাউজানের বৌদ্ধ গ্রাম আবুরখীল বিদর্শন বিহারের নব নির্মিত ভবন উৎসর্গ ও সংঘানন্দ থেরোর মহাথেরো বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান। এ সময় তিনি বলেন, ইতিহাস ঐতিহ্যের দিক থেকে রাউজানের বৌদ্ধ গ্রাম আবুরখীল অত্যন্ত সমৃদ্ধ। গ্রামের সন্তানদের মধ্যে দুজন একুশে পদকপ্রাপ্ত, দশজন ডক্টরেট ডিগ্রিধারীসহ অনেক গুণী ব্যক্তি আছেন। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত গুণীজনদের জন্মধন্য এই গ্রামটি থেকে অচিরেই ফুটিয়ে তোলা হবে স্মার্ট বাংলাদেশের স্মার্ট গ্রামের রূপ।
রতনশ্রী মহাথের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বৌদ্ধ নেতা লায়ন ডা. মৃদুল বড়ুয়া চৌধুরী। প্রধান বক্তা ছিলেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি ডা. উত্তম কুমার বড়ুয়া। অনুষ্ঠানে গ্রামের ইতিহাস ঐতিহ্য তুলে ধরে বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত চবির প্রাক্তন শিক্ষক ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার, চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল, সুনন্দ মহাথের, জ্ঞানানন্দ মহাথের, বিপুলনান্দ মহাথের, ত্রিদীপ বড়ুয়া। বক্তব্য রাখেন অধ্যাপক রূপায়ন বড়ুয়া বাবলা, দেবাশীষ বড়ুয়া, পুষ্পেন বড়ুয়া কাজল, রূপায়ন বড়ুয়া কাজল প্রমুখ। অনুষ্ঠানে বিদর্শন জ্যোতি নামের একটি স্মরণীকা মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ।