লোহাগাড়ায় দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ চালক গুরুতর আহত হয়েছে।
আজ শুক্রবার (১০ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সদর ইউনিয়নে উপজেলা পরিষদ গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহতের নাম মোহাম্মদ ইউসুফ (৪৫)। তিনি উপজেলার চুনতি ইউনিয়নের সাতগড় ছিড়ামুরা এলাকার এজাহার মিয়ার পুত্র। আহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে কক্সবাজারমুখী একটি মোটরসাইকেলের সাথে বিপরীতমুখী আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন।
আহত ইউসুফকে উদ্ধার করে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত অন্যজনকে কোন হাসপাতালে চিকিৎসাসেবা দেয়া হচ্ছে তা জানা যায়নি।
দোহাজারী হাইওয়ে থানার এসআই রহমান জানান, দুর্ঘটনার ব্যাপারে খোঁজখবর নেয়া হচ্ছে।