সিভাসুতে পিঠা উৎসব

| শুক্রবার , ১০ মার্চ, ২০২৩ at ৬:৩০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠিত হয় ‘পিঠা উৎসব’। বিশ্ববিদ্যালয়ের ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের উদ্যোগে এই পিঠা উৎসবের আয়োজন করা হয়।এ উপলক্ষে সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বের করা হয় শোভাযাত্রা। উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসানের নেতৃত্বে শোভাযাত্রায় অনুষদের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে পিঠা উৎসবের উদ্বোধন করেন উপাচার্য। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসালমান-শাহরুখ আবার একসঙ্গে
পরবর্তী নিবন্ধপোর্ট সিটি ভার্সিটিতে নারী দিবস উদযাপন