চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) তার ট্রেক প্রতিনিধিদের জন্য কমোডিটি ডেরিভেটিভস বিষয়ক একটি সচেতনতামূলক প্রশিক্ষণের আয়োজন করেছে। গতকাল ঢাকার আগারগাঁওয়ে বিএসইসি ভবনে অনুষ্ঠিত প্রশিক্ষণে সিএসই’র চেয়ারম্যান আসিফ ইব্রাহিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের এঙিকিউটিভ ডিরেক্টর মো. সাইফুর রহমান।
এছাড়াও সিএসই’র পরিচালক মো. রেজাউল ইসলাম, মোহাম্মেদ নাসির উদ্দিন চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. গোলাম ফারুক এবং সিএসই’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ পরিচালনা করেন সিএসই’র ডেপুটি ম্যানেজার ফয়সাল হুদা। অনুষ্ঠানের উদ্বোধনের পর বিশেষ অতিথি মো. সাইফুর রহমান বলেন, ক্যাপিটাল মার্কেটের উন্নয়নে ইতোমধ্যে বেশ কিছু কার্যক্রম সম্পাদিত হয়েছে এবং গভর্নমেন্ট সিকিউরিটিজ, পারপিচুয়াল বন্ড, এসএমই বোর্ড, এটিবি বোর্ড চালু হয়েছে। পুঁজিবাজারের সমপ্রসারণে ইকুইটি মার্কেটের পাশাপাশি কমোডিটি ডেরিভেটিভসও চালু হওয়া প্রয়োজন। সিএসই কমোডিটি মার্কেট নিয়ে কাজ করছে। আশা করছি, সিএসই তার এই ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখবে এবং এতে অংশগ্রহণকারীরা এর মাধ্যমে সম্যক জ্ঞান লাভ করবেন।
সিএসই চেয়ারম্যান আসিফ ইব্রাহিম বলেন, বিএসইসি’র বর্তমান কমিশন পুঁজিবাজারের উন্নয়নে বেশ ভাল কিছু উদ্যোগ গ্রহণ করেছে। কমোডিটি এঙচেঞ্জ স্থাপনের কার্যক্রমে বিএসইসি’র সহযোগিতা সব সময়ই আমরা পাচ্ছি এবং হাতে হাত রেখে সামনের দিনগুলোতেও একসাথে পথ চলতে পারবো বলে আশা রাখছি।












