চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চট্টগ্রাম : জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি চট্টগ্রামের উদ্যোগে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম কামরুন নাহার রুমীর নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোছা. ফরিদা ইয়াসমিন, যুগ্ম জেলা জজ আইরিন পারভিন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহাম্মদ খোন্দকার, বেগম নাজমুন নাহার, বেগম জিহান সানজিদা, আবু সুফিয়ান মো. নোমান, ফারজানা ইয়াছমিন, আবদুল্লাহ খাঁন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন জুনায়েদ, শাহরিয়ার ইকবাল, ফারদিন মুস্তাকিম তাসিন, ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা ও নাজির মোহাম্মদ আবু তাহের, মো. ওমর ফারুক, মো. জয়নুল আবেদীন, মো. নাজিম উদ্দীন, মো. সাজ্জাদুর রহমান, জাহিদুল আলম চৌধুরী, রানা সিংহ, বোরহান উদ্দিন, ফয়সাল বিন নাসির, ছোটন বড়ুয়া প্রমুখ।
আইইবি চট্টগ্রাম কেন্দ্র : ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে গত ৭ সোমবার যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করা হয়। আইইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী প্রবীর কুমার সেন ও সম্মানী সম্পাদক প্রকৌশলী এস এম শহিদুল আলমের নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলন ও কেন্দ্রের চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে কেন্দ্রের কনফারেন্স হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী প্রবীর কুমার সেনের সভাপতিত্বে এবং সম্মানী সম্পাদক প্রকৌশলী এস এম শহিদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে কেন্দ্রের প্রাক্তন চেয়ারম্যান প্রকৌশলী সাদেক মোহাম্মদ চৌধুরী প্রধান অতিথি ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী (উৎপাদন) প্রকৌশলী জসিম উদ্দিন ভূইয়া বিশেষ অতিথি ছিলেন।
আমরা ক’জন মুজিব সেনা: ঐতিহাসিক ৭ই মার্চে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে আমরা ক’জন মুজিব সেনা ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড শাখা।
এ সময় উপস্থিত ছিলেন নগর শাখার সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম রুবেল, হালিশহর থানার সভাপতি পলাশ কুমার দেবনাথ, মো. ওমর ফারুক রাসেল, আশরাফুল হক মুরাদ, ওয়ার্ড শাখার আহ্বায়ক বিজয় বড়ুয়া, যুগ্ম আহ্বায়ক আবু ওবায়েদ, মমিনুল ইসলাম, মো. সাব্বির সাকিল, মেহেদী হাসান, মো. ইমন, শাওন প্রমুখ।
বক্তব্য রাখেন প্রকৌশলী তৌকির আহমেদ চৌধুরী, প্রকৌশলী সুমন বসাক, প্রকৌশলী আবুল ফজল মোহাম্মদ সাকিব আমান ও সিনিয়র প্রকৌশলী রেজাউল করিমসহ অন্যান্য প্রকৌশলীবৃন্দ।
সভাপতির বক্তব্যে কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী প্রবীর কুমার সেন বলেন, বাঙালি জাতির ও বাংলাদেশের ইতিহাসে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ একটি আলোকবর্তিকা। তিনি বলেন, এই ঐতিহাসিক ভাষণ ইউনেস্কো, ইতিহাসের সেরা ভাষণ হিসেবে সংরক্ষিত করেছে। তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার ক্ষেত্রে প্রকৌশলীদের অব্যাহত অবদান রেখে জাতির পিতার প্রতি শ্রদ্ধা সমুন্নত রাখার আহ্বান জানান।












