বোয়ালখালীতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মিজানকে বহিষ্কার

উপজেলা পরিষদ উপ-নির্বাচন

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১০ মার্চ, ২০২৩ at ৪:৫১ পূর্বাহ্ণ

বোয়ালখালী উপজেলা পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী রেজাউল করিমের (রাজা মিয়া) বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের আওতাধীন বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম শাহাজাদা মিজানুর রহমানকে দলীয়শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

দক্ষিণ জেলা আওয়ামী লীগ কার্যকরী সংসদের সভার সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক এই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ পাঠানো হবে বলে জানান চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) মোতাহেরুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

সভায় আরো সিদ্ধান্ত হয় যে, বিদ্রোহী প্রার্থীর পক্ষে অর্থাৎ নৌকা প্রতীকের বিরুদ্ধে যে সকল নেতাকর্মী কাজ করছেন বা প্রচারপ্রচারণায় অংশগ্রহণ করছেন তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, আগামী ১৬ মার্চ বোয়ালখালী উপজেলা পরিষদ উপ নির্বাচন অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধকমেছে সামুদ্রিক ও মিঠা পানির মাছের সরবরাহ
পরবর্তী নিবন্ধসিদ্দিক বাজারের ভবন মালিক দুই ভাইসহ তিনজন গ্রেপ্তার